অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
মার্চ ২৯, ২০২৪
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শাহীদ লোটাস -
ফালতু লোকের প্রতি ভাবনা

আপনি দেখবেন যে, আপনার পরিবার বা আত্মীয়দের মাঝে এমন কেউ আছেন, যিনি অধিকাংশ সময় আপনকে বা অন্য কাউকে একের পর এক উপহাস করেই যাচ্ছে। কার কোন ভুল হলো, কার কোন কোন ত্রুটি আছে তা সে নিংড়ে নিংড়িয়ে বের করতে করতে মুখ টিপে হাসছে আর যখন তার আপনার প্রতি বলা সেই উপহাসজনিত ঠাট্টা-মশকরার কথাগুলোর বিরোধিতা করে আপনি যুক্তি-দিয়ে কিছু বলতে চাচ্ছেন তখন সে আপনার কথা না শুনেই বিজয়ীর ভঙ্গিতে উঠে চলে যাচ্ছে হেলেদুলে হাঁটতে হাঁটতে। আপনার কথার কোনো দামই দিচ্ছে না সে। তখন আপনার ইচ্ছে হচ্ছে আপনার জুতা খুলে তাকে পেটাতে, সবার সামনে তাকে কয়েকটা থাপ্পড় দিতে, তাকে খুব উচিত শিক্ষা দিতে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না।

এমন মন-মানসিকতার লোক আপনার যতটা ক্ষতি করবে, ততটা ক্ষতি বাইরের কেউ করতে পারবে না আপনার। এই ধরনের লোক আপনার মানসিক শক্তি সম্পূর্ণরূপে নষ্ট করে দিতেও সক্ষম, আপনার কোনো ভালো কাজকে, মহৎ কাজকে এই ধরনের লোক উপহাস করে থামিয়ে দিতে পারে নির্দ্বিধায়, আপনার জীবনের উন্নতির সিঁড়ি এক নিমেষেই ভেঙেচুরে খান খান করে দিতে পারে এমন ধরনের লোক। কারণ এই লোক আপনার আত্মীয়, আর আপনি কখনো কখনো ভাবছেন এই লোক হলেন জ্ঞানী।

এমন ব্যক্তি আপনার মানুষিক যন্ত্রণার কারণ হওয়ার সব চেয়ে বড় ব্যাপারটি হলো, এই ব্যক্তিকে মুখ ফুটে আপনি কিছু বলতে পারছেন না, আপনার রাগ হলেও আপনাকে চুপ করেই থাকতে হচ্ছে, তিনি আপনার কথায় রেগে যান কি না, কষ্ট পান কি না এই ভেবে। অথচ আপনার প্রতি তার উপহাস আর তার ধরিয়ে দেওয়া মিথ্যে ভুলগুলো, তার উল্লিখিত আপনার অযোগ্যতাগুলো, আপনার মাথার ভেতরে তুষের আগুনের মতো জ্বলছে, ভন ভন করছে, এই কারণে কোনো কিছুতেই আপনি মন বসাতে পারছেন না, ঘুরে ফিরে শুধু সেই কথাগুলোই মনে হচ্ছে আপনার।

এই নিজে ভাবা পণ্ডিত লোকটি আপনার কোনো ভালো দিকই সে দেখবে না বা দেখলেও তা কখনই কারো সামনে বলবে না, খুঁজে বের করারও চেষ্টাও করবে না কখনো, এ লোকে শুধু আপনার অক্ষমতা খুঁজে খুঁজে বের করবে আর কোনো না কোনোভাবে আপনাকে উপহাসের যোগ্য হিসেবে প্রমাণ করতে চাইবে, ছোট করতে চাইবে সবার সামনে, আর তার সঙ্গে মিশে যাবে আপনার আরও কিছু নির্বোধ আত্মীয়স্বজন, যারা তার কথাগুলো দাঁত বের করে করে শুনবে আর একটু পর পর হেসে যাবে। অথচ কখনই এই ঠাট্টাকারীরা বলবে না যে, পৃথিবীর প্রতিটি মানুষের সবকিছু থাকে না, কেউ স্বয়ংসম্পূর্ণ হয় না, হওয়া সম্ভবও নয়। এই নির্বোধ লোকগুলোকে আপনি যতই বলবেন যে, কোনো এক মানুষের যদি কেউ ভুল ধরতে চায়, তাহলে তার যে কোনো বা কাজগুলোর ভুল ধরা সম্ভব, তার প্রতিটি কাজেরই খারাপ দিক বের করতে চাইলে কোনো না কোনোভাবে প্রমাণ করা সম্ভব যে, সেই কাজ মন্দ বা সম্পূর্ণরূপে ভালো না, পক্ষান্তরে প্রতিটি কাজের যদি কেউ ভালো দিক প্রমাণ করতে চায়, তাহলে কোনো না কোনো বিষয় থাকেই সবসময় যে, সেই কাজটি ভালো এবং সঠিক তা প্রমাণ করবার। কিন্তু এই ঠাট্টা-উপহাসকারীরা এমন ধারণা কখনই করবে না বা এমনি করতে চাইবেই না, এদের দৃষ্টি থাকবে মন্দের দিকে। কারণ এদের মন-মানসিকতা হীন এবং নিচু। এরাই হলো সমাজের বোঝা পরিবারের ক্ষতিকারক ব্যক্তি। এমন লোকের উদ্দেশ্য হলো আপনাকে মানসিকভাবে দুর্বল করে আপনার জীবনের উন্নতি ও বড় হওয়ার সকল স্বপ্ন ও ইচ্ছা থেকে আপনাকে দূরে রাখা বা সরিয়ে দেওয়া।

আপনি আরও একটু খেয়াল করলে দেখবেন এমন লোকের দ্বারায় কেউ কখনো উপকৃতও হচ্ছে না, কাউকে এমন লোক উৎসাহ বা মানসিক সাহস দিয়ে এমন কিছুই করায় না, যার জন্য অন্য কেউ ওপরে উঠে যায়। শিক্ষিতের এমন লেবাসধারী নিন্দুক মানুষটি আপনার এত ক্ষতি করে, যা আপনি কল্পনাও করতে পারবেন না।

কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা কখনই মুখ ফুটে বলতে পারি না যে, আপনি যথেষ্ট পরিমাণের মূর্খ, দুনিয়ার ভালো কোনো কাজই আপনার দ্বারা সম্ভব নয়, আপনি কোন যোগ্যতায় শিক্ষিতের লেবাস পরে থাকেন?

+ posts

Read Previous

জীবন্ত লাশ

Read Next

সমুদ্রের নীলজলে সাঁতার দেয় কবিমন

One Comment

  • চমৎকার বোধ আর উম্মিলনের কথা বলেছেন ঔপ্যনাসিক শাহীদ লোটাস। এইরকম নানা অসংগতির পরেও আমাদের জীবন সেই উত্তীর্ণমানেই পৌঁছাতে চায়, এটি আনন্দের।

Leave a Reply to শাখাওয়াত বকুল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *