
আগুনে রেখেছি হাত
অথচ আগুনের মর্মার্থ বুঝিনি।
তখনও তাদের মনে ছিল একাত্তরের পরাজয়
আমরা তখন সবে দেশটা গোছাতে শুরু করেছি
সরল বিশ্বাসে সবাইকে ভালোবেসেছি। অথচ-
সংগোপনে শেষ হয় সবকিছু। রাত বেড়ে যায়।
সেই থেকে আমি এই বাড়িতে একা। একা।
আহা নিরব ঘাতক! আগুনের মর্ম বুঝিনি।
পাইনি টের। ডাকাত পরে ধানমন্ডিতে।
শেখ পরিবারের সাথে এ কেমন বোঝাপড়া!
বাঙালির সাথে এ কেমন বিশ্বাসঘাতকতা!
হায় সিরাজ-উদ-দৌলা! হায় সিরাজ-উদ-দৌলা!
আগুনে রেখেছি হাত
অথচ আগুনের মর্মার্থ বুঝিনি।