অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২৬, ২০২৪
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ২৬, ২০২৪
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলী ইব্রাহিম -
আগুনের মর্মার্থ বুঝিনি

আগুনে রেখেছি হাত

অথচ আগুনের মর্মার্থ বুঝিনি।

তখনও তাদের মনে ছিল একাত্তরের পরাজয়

আমরা তখন সবে দেশটা গোছাতে শুরু করেছি

সরল বিশ্বাসে সবাইকে ভালোবেসেছি। অথচ-

সংগোপনে শেষ হয় সবকিছু। রাত বেড়ে যায়।

সেই থেকে আমি এই বাড়িতে একা। একা।

আহা নিরব ঘাতক! আগুনের মর্ম বুঝিনি।

পাইনি টের। ডাকাত পরে ধানমন্ডিতে।

শেখ পরিবারের সাথে এ কেমন বোঝাপড়া!

বাঙালির সাথে এ কেমন বিশ্বাসঘাতকতা!

হায় সিরাজ-উদ-দৌলা! হায় সিরাজ-উদ-দৌলা!

আগুনে রেখেছি হাত

অথচ আগুনের মর্মার্থ বুঝিনি।

+ posts

Read Previous

অগ্নিবাসর

Read Next

নুশান : দ্য স্পেশাল চাইল্ড – প্রথম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *