
তুমি রণে ভঙ্গ দিয়ে চলে গেলে, আর বলে গেলে—
আড্ডাবাজিতে আমি আর নেই
সত্যি-ই কি তুমি নেই!
যে নিজেকে আড়াল করার তুমুল বাসনা নিয়ে যায়
অন্তরালে
সে আসলে দীর্ঘস্থায়ী শোকসভা আয়োজন করে
আর কোনো কোনো আড়াল হওয়া মানে, হৃদয়-গহিনে থাকা।
এই যে তুমুল কষ্টে ভাসিয়ে আমাকে—
তুমি নিরবে-নিভৃতে চলে গেলে সাহসের ভেলা নিয়ে,
কি করে সমুদ্র পার হবো একবারও ভাবলে না।
স্বার্থপরতা না জানলে প্রেমিক হওয়া যায় না
এই কথা তোমাকে-ই বললাম,
কারণ
যোগ্যমানুষ ব্যতীত কিছু কিছু কথা বলা সমীচীন নয়।