অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২৫, ২০২৪
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ২৫, ২০২৪
১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অহনা নাসরিন -
প্রস্থান

তুমি রণে ভঙ্গ দিয়ে চলে গেলে, আর বলে গেলে—

আড্ডাবাজিতে আমি আর নেই

সত্যি-ই কি তুমি নেই!

যে নিজেকে আড়াল করার তুমুল বাসনা নিয়ে যায়

অন্তরালে

সে আসলে দীর্ঘস্থায়ী শোকসভা আয়োজন করে

আর কোনো কোনো আড়াল হওয়া মানে, হৃদয়-গহিনে থাকা।

এই যে তুমুল কষ্টে ভাসিয়ে আমাকে—

তুমি নিরবে-নিভৃতে চলে গেলে সাহসের ভেলা নিয়ে,

কি করে সমুদ্র পার হবো একবারও ভাবলে না।

স্বার্থপরতা না জানলে প্রেমিক হওয়া যায় না

এই কথা তোমাকে-ই বললাম,

কারণ

যোগ্যমানুষ ব্যতীত কিছু কিছু কথা বলা সমীচীন নয়।

+ posts

Read Previous

অগ্নিবাসর

Read Next

নুশান : দ্য স্পেশাল চাইল্ড – প্রথম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *