অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ১৯, ২০২৪
৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এপ্রিল ১৯, ২০২৪
৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সঙ্গীতা ইয়াসমিন -
বিপ্লবের নামতা

 

যৌবনের কাটাখাল বেয়ে বিপ্লব আসে

জীবনের দরজায়,

পরজীবী প্রেমে টগবগিয়ে ওঠে

দাপিয়ে বেড়ায় শৌর্য-বীর্যে

ঘোড় সওয়ারে যায় দিগ্বিজয়ের নেশায়।

যৌবনের দুঃসাহসী রথ কিছু কম আগ্রাসী নয়,

রক্তে-মাংসে গোষ্ঠীর সমান ন্যায্যতা চায়।

অথচ, দিগন্ত বিস্তৃত শ্যামলিমায়—

এক মানবীয় ভালোবাসায়

রক্তে আর মাংসে কি সুষম বণ্টন হয়!

অর্ধযৌবনের রোমাঞ্চিত পথেই

একদিন রেনেসাঁর জন্ম হয়

চতুর্ভূজ অধিকারে জ্যামিতিও স্বয়ম্ভর;

বিপ্লবের মদিরা ছুঁয়ে সন্ধ্যার ধুপধুনো থালে

যে জাত খোয়ায় অধর্মের কলে,

বিপ্লবই প্রেম জেনে আত্মবিসর্জন দেয় যে অর্বাচীন;

তৈলাক্ত বাঁশ বেয়ে যেতে যেতে

আনুগত্যের দেয়ালে আঁকে শূন্যের গুণিতক।

যোগ-বিয়োগের ফলাফল ভাগ শেষে

অবিভাজ্য হয় বিপ্লবের নামতায়।

 

Read Previous

অগ্নিবাসর

Read Next

নুশান : দ্য স্পেশাল চাইল্ড – প্রথম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *