অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
সেপ্টেম্বর ১৮, ২০২৪
৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সেপ্টেম্বর ১৮, ২০২৪
৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনুবাদ : এস এম শাহনূর  -
ড. ওমতি অ্যান মারি হংসরাজের কবিতা

এমনকি তখনো

আমি তোমাকে ভালোবাসি

এমনকি যখন

তুমি আমাকে কাঁদাও

এমনকি যখন

তুমি আমাকে দুঃখ দাও

এমনকি যখন

চোখের জল আমি লুকাতে পারি না

এমনকি যখন

আমি অহংকারি হই

এমনকি যখন

আমি লজ্জা ও দুঃখ পাই

এমনকি যখন

তোমার সব কিছুই কলুষিত

এমনকি যখন

শেষ বলে কিছুই দেখি না আর

আমি তখনও তোমায় ভালোবাসি।

 

গোপন

মনে মনে আমি তোমাকে ভালোবাসি

লেখার চেয়ে আরো বেশি কিছু বলি

আমার আত্মা তোমাকে কামনা করে

তুমি তা এর চেয়েও অনেক বেশি জান।

কিন্তু আমার কর্মে না প্রকাশ পায় না

দৃশ্যতো ভালোবাসতে পারি না আমি

বাস্তব জগত এবং বাস্তব সময়ে

কিন্তু আমার হৃদয়ে, আমি তা পারি।

কী এক গোপন রহস্য আমাকে ঘিরে!

এই রহস্য অনেক বছর ধরে

তোমার জন্য আকুল পারা

তুমি ভালো আছ এতেই আমি সুখি।

আমার আত্মা তোমাতে নৃত্যরত

স্বপ্নেও তোমাকে কাছে রাখি

আমার সব ইচ্ছা তোমাতে পূর্ণ হয়

গোপনে হয় সকল আবেগ বিনিময়।

তুমি অহর্নিশ বিরাজিত এ মনে

আমার সকল কর্মে

এবং আমি যা কিছু করি

তুমি সর্বত্র আমার সাথেই আছো।

আমি যখন চোখ বন্ধ করি

তোমাকে কাছে অনুভব করি

মন ছুটে যায় হেথায় সেথায়

তবু শুধু তোমাকেই খুঁজে পায়।

আমার স্বপ্ন ও কল্পনায়

আমরা বাস্তব অতিবাস্তব

কিন্তু বাস্তব জগতে

আমার অনুভব লুকিয়ে রাখি।

আমি জানি তোমার অনুভবে আমিও সমান

আমার প্রতি আগ্রাসী প্রণয়ী হও

আমি এমনটি বলছি না তোমায়

তবে তোমার অনুভব লুকিয়ে রাখব আমি।

তোমাকে রক্ষা করার জন্য এ লুকোচুরি খেলা

কোনো সমস্যার সৃষ্টি চাই না আমি

এখনো না, কখনো না

এই গোপনীয়তা ধরে রাখবে প্রেম লিলা

বর্তমান এবং সারাজীবন।

 

কবি পরিচিত : ড. ওমতি অ্যান মারি হংসরাজ একজন প্রেরণাদায়ী লেখক, কবি, উপন্যাসিক, সাংবাদিক ও সম্পাদক। দর্শনে ডক্টরেট ও অন্যান্য অনেক স্বীকৃতি, সার্টিফিকেট এবং পুরস্কারও পেয়েছেন। তাঁর কাজ অনেক অ্যান্থোলজিতে রয়েছে এবং তাঁর কবিতা, উপন্যাস ও ম্যাগাজিনের সমস্ত কপি AMAZON-এ পাওয়া যায়।  তিনি ওয়ার্ডস্মিথ ইন্টারন্যাশনাল এডিটোরিয়ালের প্রতিষ্ঠাতা এবং তাঁর ম্যাগাজিনটি অ্যামাজনের শীর্ষ বাছাইগুলির মধ্যে একটি। তিনি দক্ষিণ ক্যারিবিয়ান সাগর তীরের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে জন্মগ্রহণ করেন। বছরের পর বছর ধরে তিনি টিচিং/টিউটরিং থেকে শুরু করে আর্থিক উপদেষ্টা, ব্যবস্থাপক, ব্যবসায়িক মহিলা এবং আন্তর্জাতিক পরামর্শদাতা থেকে শুরু করে বিভিন্ন ক্যারিয়ারের অভিজ্ঞতা লাভ করেছেন।

অনুবাদক : এস এম শাহনূর ৮ সেপ্টেম্বর ১৯৭৯ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন মেহারী ইউনিয়নের অন্তর্গত বল্লভপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশা-লেখালেখি ও গবেষণা। তাঁর পিতার নাম হাজী আব্দুল জব্বার বল্লভপুরী (রহ.), মাতার নাম জাহানারা বেগম। সেই ছোটোবেলা থেকেই কবিতা ও গল্প লেখায় হাতেখড়ি। ছাত্রজীবনে তিনি ছিলেন প্রতি পরীক্ষায় ফার্স্ট হওয়া অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি ১৯৯৭ সালে এসএসসি (কুমিল্লা বোর্ড স্কলারশিপ সহ) ১৯৯৯ সালে এইচএসসি এবং ২০০৩ সালে বিএসএস; Marine and Warfare Academy of China. থেকে উচ্চতর প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন।

কর্মজীবনে জাতিসংঘের UNIFIL এ দীর্ঘ সময় কর্মরত ছিলেন। চষে বেড়িয়েছেন ইউরোপ-এশিয়ার নানান দেশ। পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতা ‘অগ্নিবাণী’ ১৯৯৪ সালে এবং বাংলাদেশ বেতারে ‘স্বপ্ন দেখার নেইতো মানা’ কবিতা প্রচারিত হয় ১৯৯৬ সালে। ২০০৫ সালের একুশে বই মেলায় “স্মৃতির মিছিলে” নামক প্রথম কাব্য গ্রন্থ প্রকাশিত হয়। গবেষণাধর্মী, ভ্রমণ, জীবনী, ইতিহাস-ঐতিহ্য ও কবিতাসহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪টি।

➤উদ্ভাবক: Merit Theory.

➤পুরস্কার ও সম্মাননা : জাতিসংঘ শান্তি পদক ২০১৫, বিশ্ববাঙালি সম্মাননা ২০১৯ (ঢা. বি.); (পাক্ষিক) সকালের সূর্য সাহিত্য বাসর সম্মাননা ২০১৯, কলম সাহিত্য পুরস্কার ২০১৮, কাব্যজগৎ কবিরত্ন সম্মাননা ২০১৮, খুলনা বিশ্ববিদ্যালয়ের ওংকার শৃণুতা সম্মাননা ২০২০, কবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য পুরস্কার ২০১৯, অমর একুশে সাহিত্য পুরস্কার ২০২০, গোল্ডেন ম্যান এওয়ার্ড ২০২২, কবি আল মাহমুদ স্মৃতি পদক ২০২২ এবং রহিম করিম ওয়ার্ল্ড প্রাইজ ২২ (কিরগিজস্তান থেকে) লাভ করেন।

[বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিকবার গুণিজন সংবর্ধনা প্রাপ্ত]।

 

Print Friendly, PDF & Email

Read Previous

অগ্নিবাসর

Read Next

নুশান : দ্য স্পেশাল চাইল্ড – প্রথম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *