সিরাজুল ইসলাম -
বোধনের আগেই নিরঞ্জন
জন্ম আমার ইছামতির এক বাঁকে। বাঁক খাওয়া নদীর মতোই ভালোবাসার বাঁকে বাঁকে হোঁচট খেয়ে এগিয়ে চলেছি অজানা বাঁকের গন্তব্যে। হতাশার বালুচরে নীরব কোনো জ্যোৎস্নারাতে উত্তুরে মিঠে হাওয়ায় ভেসে আসে পুরোনো স্মৃতির শিউলি সুবাস। শিশিরের মতো ঝরে
Read More